ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বার্সাকে রুখে দিল এস্পানিওল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৫ জানুয়ারি ২০২০

স্প্যানিশ লা লিগায় রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনাকে রুখে দিল এস্পানিওল। শনিবার রাতে দারুণ লড়াইয়ের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।

ম্যাচের ২৩তম মিনিটে স্বাগতিকদের ডেভিড লোপেজ গোল করলে ১-০ গোলে পিছিয়ে পড়ে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। বিরতির আগে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি বার্সা। ফলে প্রথমার্ধ পিছিয়ে থেকেই শেষ করে দলটি।

বিরতির পর ম্যাচের ৫০তম মিনিটে জর্দি আলবার বাড়ানো ক্রসে দলকে সমতায় ফেরান সুয়ারেস। এর ৮ মিনিট পর সুয়ারেসের পাস থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে নেন আর্তুরো ভিদাল।

এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় কাতালানরা। তবে সফল হয়নি। উল্টো ৮৮তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে পয়েন্ট হারায় বার্সা। ডান দিক থেকে কোনাকুনি শটে স্কোরলাইন ২-২ করেন চাইনিজ ফরোয়ার্ড উ লেই।

ম্যাচটিতে ড্র করলেও ১৯ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪০। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রিয়াল।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি