ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও জয় লিভারপুলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৮, ৬ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

এফএ কাপের ফুটবলে জয় পেয়েছে লিভারপুল। রোববার রাতে এভারটনকে ১-০ গোলে হারিয়েছে তারা।

সবধরণের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা ছয় ম্যাচে জয় পেয়েছে দলটি। চতুর্থ রাউন্ডে উঠার লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে দু’দল।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। আর দ্বিতীয়ার্ধের গোলেই জয় নিশ্চিত হয় লিভারপুলের।

ঘরের মাঠে ম্যাচের একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জুলিয়ান জনস। পিছিয়ে পড়ে মরিয়া হয়ে খেলতে থাকে এভারটন। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ফর্মে এগিয়ে চলা লিভারপুলের জয়রথ থামানো যাচ্ছে না। লিগে তারা শেষবার পরাজিত হয়েছিল ২০১৯ সালের ৩ জানুয়ারি৷ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তারা হেরেছিল ১-২ গোলে৷

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি