ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ দল ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৬ জানুয়ারি ২০২০

বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ ফুটবল দল

বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০২০ উপলক্ষ্যে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ সোমবার মতিঝিলের বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়। 

সদ্য ঘোষিত এ দলের নেতৃত্বে থাকছেন সাইফ স্পোর্টিংয়ের মিডফিল্ডার জামাল ভূঁইয়া। এদিকে, এবারই প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন চট্টগ্রাম আবহানীর মিডফিল্ডার মানিক মোল্লা।

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দল-

আক্রমণভাগ: মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নবীব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।

মধ্যমাঠ: রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা।

রক্ষণভাগ: তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া।

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি