ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিপিএলে শেষ চারের দৌড়ে কারা এগিয়ে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২১, ৭ জানুয়ারি ২০২০

বিপিএলের চলতি আসরে প্লে অফ পর্ব শুরু হতে আর মাত্র ৮টি ম্যাচ বাকি। ইতিমধ্যে শেষ চার অনেকটা নিশ্চিত রাজশাহী ও চট্টগামের। তবে একমাত্র সিলেট ছাড়া শেষ চারে ওঠার দৌঁড়ে সমান তালে এগিয়ে প্রতিটি দল। 

ঢাকার বাইরের দুই স্টেডিয়াম ঘুরে আজ আবারও শুরু হচ্ছে ঢাকা পর্ব। এদিন আসরের ৩৫ তম ম্যাচে শেষ চারে ওঠার সুযোগ সামনে এসেছে কুমিল্লা ওরিয়ার্সের। 

১১ ম্যাচ খেলে একমাত্র জয় নিয়ে টুর্নামেন্টে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা সিলেট থান্ডারের বিপক্ষে আজ মাঠে নামবে তারা। ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে দলটি। সমান সংখ্যক ম্যাচ খেলে সমান জয় পাওয়া খুলনা টাইগার্স বর্তমানে চারে। 

পরপর দুই ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে মুশফিকুর রহিমের দল। ফলে আজ জয় পেলে খুলনাকে পেছনে ফেলে চারে উঠবে কুমিল্লা। 

অপরদিকে, আজকের ম্যাচ দিয়ে বিপিএলের বিশেষ এ আসর শেষ করবে সিলেট থান্ডার। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়া সিলেট  তাদের সর্বশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। ফলে, শেষ ম্যাচে জয় দিয়ে আসর শেষ করতে চায় দলটি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। 

দিনের অপরম্যাচে, শীর্ষস্থান ধরে রাখা ও পুনরুদ্ধারে মাঠে নামবে দুই শক্তিশালী রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শীর্ষে থাকা রাজশাহী সবশেষ ম্যাচে সিলেটকে খুব সহজে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করে। অপরদিকে, খুলনার বিপক্ষেও অনেকটা হেসে খেলেই নিজেদের শক্তস্থান ধরে রেখেছে চট্টগ্রাম। ফলে এ ম্যাচে উভয়েই জয় পেতে মরিয়া। 

উভয় দলই ১০ ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে জায়গা করে নিয়েছে। তবে জয়ের ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে রাজশাহী। 

একই মাঠে রাত সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।  

এআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি