কুমিল্লার প্লে অফে ওঠার ম্যাচে ব্যাটিংয়ে সিলেট
প্রকাশিত : ১৩:১০, ৭ জানুয়ারি ২০২০
প্লে অফে উঠতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই কুমিল্লার। শেষ চারে ওঠার ম্যাচে টস জিতে সিলেট থান্ডারকে ব্যাটিংয়ে পাঠিয়েছে কুমিল্লা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে কুমিল্লা ওয়ারিয়ার্স। প্লে অফ ধরতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। কেননা, বাকি দুটি ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী খুলনা টাইগার্স। যারা শেষ চারে উঠতে আগামী ম্যাচে জয় পেতে মরিয়া।
সমান সংখ্যক ম্যাচ খেলে সমান জয় পাওয়া খুলনা টাইগার্স বর্তমানে চার। তাদের টপকাতে হলে এ ম্যাচে জয় ছাড়া উপায়নি। হেরে গেলে তাদের জন্য পরের দুই ম্যাচ হবে ডু অর ডাই। কিন্তু প্রতিপক্ষ যখন খুলনা, তখন জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হবে দাসুন শানাকাদের।
অপরদিকে, এ ম্যাচ দিয়েই বিপিএলের বিশেষ এ আসর শেষ করছে সিলেট থান্ডার। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়া সিলেট তাদের সর্বশেষ ম্যাচে রংপুরের বিপক্ষে হেরেছে বড় ব্যবধানে। ফলে, সর্বশেষ এ ম্যাচে জয় দিয়ে আসর শেষ করতে চায় দলটি।
বিপিএলের এ বিশেষ আসরে প্লে অফ শুরু হতে বাকি আর মাত্র ৮টি ম্যাচ। ইতিমধ্যে শেষ চার অনেকটা নিশ্চিত রাজশাহী ও চট্টগামের। তবে একমাত্র সিলেট ছাড়া শেষ চারে ওঠার দৌঁড়ে সমান তালে এগিয়ে প্রতিটি দল।
কুমিল্লা ওয়ারিয়র্স সম্ভাব্য একাদশ :
ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড মালান (অধিনায়ক) ইয়াসির আলি রাব্বি, দাসুন শানাকা, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম রবি, সুমন খান, মুজিব-উর রহমান ও আল -আমিন হোসেন।
সিলেট থান্ডার্স সম্ভাব্য একাদশ :
আন্দ্রে ফ্লেচার, আব্দুল মজিদ, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন ,মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাজমুল হোসেন, ক্রিশমার সান্টোকি, মনির হোসেন, এবাদত হোসেন, সোহাগ গাজী, নাভিন-উল-হক।
এআই/