ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোমিনুল-মেহেদী তাণ্ডবে রান পাহাড়ে ঢাকা

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২০:৩৩, ১১ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:৪২, ১১ জানুয়ারি ২০২০

মোমিনুল হক ও মেহেদী হাসান

মোমিনুল হক ও মেহেদী হাসান

মূলত টেস্ট স্পেশালিস্ট হিসেবেই খ্যাত লিটল মাস্টার মোমিনুল হক সৌরভ। কিন্তু সেই টেস্ট স্পেশালিস্টই কীনা ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালালেন টি-টোয়েন্টি ক্রিকেটে। শনিবার (১১ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলে নিজের সেরা ইনিংসকে টপকালেও বঞ্চিত হয়েছেন বহু কাঙ্ক্ষিত সেঞ্চুরি থেকে। ফিরেছেন ৯১ রানের টর্ণেডো ইনিংস খেলে। 

সেঞ্চুরি বঞ্চিত হলেও মোমিনুলের ওই বিস্ফোরক ইনিংস আর মেহেদী হাসানের ঝড়ো ফিফটিতে দুই শতাধিক রানের বিশাল স্কোর গড়ে ঢাকা প্লাটুন। নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে মাশরাফির দল তুলেছে ২০৫ রান।

এদিন গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ঢাকা প্লাটুন। তামিম ইকবাল (১), এনামুল হক বিজয় (১০) ও জাকির আলীর (১৪) উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন মোমিনুল হক ও মেহেদী হাসান।

চতুর্থ উইকেটে তাদের ১৫৩ রানের অনবদ্য জুটিতেই বিপর্যয় এড়িয়ে ওই পাহাড়সম স্কোর গড়ে ঢাকা। শেষ দিকে এসে মোমিনুল আউট হলেও ঝড় তোলা মেহেদী হাসান অপরাজিত থাকেন ৬৮ রানে। ক্যারিয়ার সেরা এ ইনিংসে খেলার পথে পাঁচটি ছক্কার বিপরীতে মাত্র তিনটি চার হাঁকিয়েছেন এই তরুণ। 

এর আগে ৫৯ বলে সাতটি চার ও চারটি ছক্কার সাহায্যে অনবদ্য ৯১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মোমিনুল। ঢাকার পক্ষে রবি ফ্রাইলিঙ্ক ২টি এবং মোহাম্মদ আমির ও শফিউল ইসলাম ১টি করে উইকেট নিলেও রান দিয়েছেন দেদারছে। আগের দুজন ৩৫ করে দিলেও শফিউলের উপর দিয়েই ঝড় বয়ে যায় সবচেয়ে বেশি। তার চার ওভারে ৫০ রান তুলে নেন মোমিনুল-মেহেদিরা। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি