ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাঁচা-মরার ম্যাচে বিপর্যয়ে ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ফাইনালে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে টসে হেরে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মাশরাফির ঢাকা প্লাটুন। এ ম্যাচে হারলেই বিদায়। আর জিতলেও মিলবে না ফাইনালের টিকিট। খেলতে হবে কোয়ালিফায়ার-২'র ম্যাচ।

সোমবার (১৩ জানুয়ারি) মিরপুর-শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এ ম্যাচ টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। 

ব্যাট করতে নেমে এ ম্যাচেও হতাশায় ডোবান অভিজ্ঞ তামিম ইকবাল। দলীয় ১৫ রানের মাথায় রুবেল হোসেন বলে স্ট্যাম্প ভাঙে তার। ফেরেন মাত্র ৩ রান করে। 

তামিমের বিদায়ের পরই ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার এনামুল হক বিজয়। পরের ওভারেই ডাক পারেন লুইস রিসি। 

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মেহেদি হাসান। কিন্তু ইমরিতে বলে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। একই পথে হাটেন জাকির আলীও। 

তবে এ ম্যাচেও ঢাকার হাল ধরার চেষ্টা করছেন ঠান্ডা মাথার খেলোয়ার মমিনুল হক। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকার সংগ্রহ ১৪ ওভরে ৭ উইকেট হারিয়ে ৭২রান। 

এ ম্যাচে নিজেদের একাদশে পরিবর্তন এনেছে দুই দলই। চট্টগ্রামে এসেছেন আসেলা গুনারাত্নে ও মেহেদী হাসান রানা, বাদ পড়েছেন লিয়াম প্লাঙ্কেট ও জুনায়েদ সিদ্দিকী। অন্যদিকে ঢাকার একাদশ থেকে বাদ পড়েছেন ফাহিম আশরাফ, সুযোগ পেয়েছেন লুইস রিস।

ঢাকা একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মুমিনুল হক, থিসারা পেরেরা, শাদাব খান, জাকের আলি, আসিফ আলি, লুইস রিস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।

চট্টগ্রাম একাদশ: ক্রিস গেইল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান সোহান, আসেলা গুনারাত্নে, জিয়াউর রহমান, মেহেদী হাসান রানা, রায়াদ এমরিট, নাসুম আহমেদ ও রুবেল হোসেন।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি