ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইটিভির নিউজরুমকে হারালো ব্রডকাস্ট

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২৩:৩৬, ১৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ২৩:৩৯, ১৭ জানুয়ারি ২০২০

জয়ী ব্রডকাস্ট একাদশ (দাঁড়ানো) এবং পরাজিত নিউজরুম একাদশ (বসা)

জয়ী ব্রডকাস্ট একাদশ (দাঁড়ানো) এবং পরাজিত নিউজরুম একাদশ (বসা)

Ekushey Television Ltd.

একুশে টেলিভিশনের (ইটিভি) প্রীতি ক্রিকেট ম্যাচে নিউজরুম দলের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে ব্রডকাস্ট দল। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর বিজি প্রেস মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৫ ওভারের এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রডকাস্ট একাদশের বোলারদের তোপের মুখে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে ইটিভি নিউজরুম একাদশ। দলের পক্ষের সর্বোচ্চ ৪২ রান আসে আজহারুল ইসলামের ব্যাট থেকে। তার এ ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৩টি চারের মার। 

ব্রডকাস্টের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন অনলাইনের নাজমুল হক রাইয়ান। এছাড়া, রনি দুটি এবং সোহেল ও নাজমুশ শাহাদাৎ একটি করে উইকেট লাভ করেন।   

জবাবে ৭ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রডকাস্ট একাদশ। ওপেনিংয়ে নামা রাব্বি ও হোসেইনের ব্যাট থেকেই আসে ১০৫ রান। এর মধ্যে ছয়টি ছক্কা ও চারটি চারে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে নেন হোসেইন। 

হোসেইন আউট হলেও অনলাইনের মঈন বকুল ও অধিনায়ক সোহেলের ব্যাটে কাঙ্ক্ষিত জয় পেতে কোনও ধরণের বেগই পেতে হয়নি ব্রডকাস্টকে। মঈন বকুল এক চারে ৬ রানে এবং সোহেল এক চারে পাঁচ রানে অপরাজিত থাকেন। 

নিউজ রুমের পক্ষে রাজিব জামান ও মাহমুদ হাসান পেয়েছেন একটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন দুর্দান্ত ফিফটি হাঁকানো হোসেইন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি