ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইটিভির নিউজরুমকে হারালো ব্রডকাস্ট

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২৩:৩৬, ১৭ জানুয়ারি ২০২০ | আপডেট: ২৩:৩৯, ১৭ জানুয়ারি ২০২০

জয়ী ব্রডকাস্ট একাদশ (দাঁড়ানো) এবং পরাজিত নিউজরুম একাদশ (বসা)

জয়ী ব্রডকাস্ট একাদশ (দাঁড়ানো) এবং পরাজিত নিউজরুম একাদশ (বসা)

একুশে টেলিভিশনের (ইটিভি) প্রীতি ক্রিকেট ম্যাচে নিউজরুম দলের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে ব্রডকাস্ট দল। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর বিজি প্রেস মাঠে এ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৫ ওভারের এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্রডকাস্ট একাদশের বোলারদের তোপের মুখে ৮ উইকেটে ১১৭ রান সংগ্রহ করে ইটিভি নিউজরুম একাদশ। দলের পক্ষের সর্বোচ্চ ৪২ রান আসে আজহারুল ইসলামের ব্যাট থেকে। তার এ ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৩টি চারের মার। 

ব্রডকাস্টের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট লাভ করেন অনলাইনের নাজমুল হক রাইয়ান। এছাড়া, রনি দুটি এবং সোহেল ও নাজমুশ শাহাদাৎ একটি করে উইকেট লাভ করেন।   

জবাবে ৭ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্রডকাস্ট একাদশ। ওপেনিংয়ে নামা রাব্বি ও হোসেইনের ব্যাট থেকেই আসে ১০৫ রান। এর মধ্যে ছয়টি ছক্কা ও চারটি চারে দুর্দান্ত এক হাফসেঞ্চুরি তুলে নেন হোসেইন। 

হোসেইন আউট হলেও অনলাইনের মঈন বকুল ও অধিনায়ক সোহেলের ব্যাটে কাঙ্ক্ষিত জয় পেতে কোনও ধরণের বেগই পেতে হয়নি ব্রডকাস্টকে। মঈন বকুল এক চারে ৬ রানে এবং সোহেল এক চারে পাঁচ রানে অপরাজিত থাকেন। 

নিউজ রুমের পক্ষে রাজিব জামান ও মাহমুদ হাসান পেয়েছেন একটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন দুর্দান্ত ফিফটি হাঁকানো হোসেইন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি