পাকিস্তান সফরে যাবেন না মুশফিকুর রহিম
প্রকাশিত : ০৯:২৪, ১৮ জানুয়ারি ২০২০
তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য বাংলাদেশের যে জাতীয় দল পাকিস্তানে যাচ্ছে - তাতে মুশফিকুর রহিম থাকছেন না।
দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যম জানায়, মুশফিকুর রহিম বৃহস্পতিবার রাতে প্রধান নির্বাচককে ফোন করে জানান যে পাকিস্তান সফরে যেতে চান না।
এর পর শুক্রবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, মুশফিকুর রহিম এ মর্মে বিসিবিকে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন এবং তা গৃহীত হয়েছে।
মুশফিককে ছাড়াই পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ দল ঘোষিত হবে বলে জানান তিনি।
লাহোরে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭শে জানুয়ারি টি-২০ আন্তর্জাতিক ম্যাচগুলো হবার কথা।
বাংলাদেশের প্রধান ক্রিকেট নির্বাচক মিনহাজুল আবেদীনকে উদ্ধৃত করে বৃহস্পতিবার রাতেই বার্তা সংস্থা এএফপি জানায়, মুশফিকুর রহিম প্রধান নির্বাচককে ফোন করে জানিয়েছেন যে তিনি পাকিস্তান সফরে যাবেন না।
উইকেটকিপার-ব্যাটসম্যান এবং সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম বাংলাদেশ দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়।
মুশফিকুর রহিম দেশের হয়ে ৬৯টি টেস্ট, ২১৬টি একদিনের আন্তর্জাতিক, এবং ৮৪টি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। টেস্ট, টি২০ ও একদিনের আন্তর্জাতিক মিলিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৩টি সেঞ্চুরি এবং ৬৩টি ফিফটি করেছেন।
বাংলাদেশ জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনবার পাকিস্তান যাবে এবং তিনটি টি২০, একটি ওডিআই এবং দুটি টেস্ট খেলবে।
টি-২০ আন্তর্জাতিক ম্যাচগুলো হবে লাহোরে যথাক্রমে ২৪, ২৫ ও ২৭শে জানুয়ারি। পরের মাসে ৭ই ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট ।
এর পর করাচিতে ৩রা এপ্রিল হবে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, এবং ৫ই এপ্রিল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর আগে বলেছিল, বাংলাদেশ শুধু টি-২০ আন্তর্জাতিক খেলতে পাকিস্তান সফর করতে আগ্রহী, কিন্তু মধ্যপ্রাচ্যে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে এই মুহূর্তে তারা পাকিস্তানে টেস্ট খেলার জন্য দীর্ঘ সফরে যেতে রাজি নয়।
তবে পরে বিসিবি, পিসিবি এবং আইসিসির শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এই মতপার্থক্যের অবসান হয়।
সূত্র: বিবিসি