ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জিম্বাবুয়েকে উড়িয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ১৯ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টি আইনে ৯ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশের যুবারা।

শনিবার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলতেই বৃষ্টি বাগড়া দেয়। এরপর খেলা বন্ধ থাকে অনেকটা সময়।

বৃষ্টি থামার পর জিম্বাবুয়ে আর ব্যাট করতে নামেনি। বৃষ্টি আইনে খেলার দৈর্ঘ্য নেমে আসে ২২ ওভারে। আর বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০ রান। মামুলি এই লক্ষ্য লাল-সবুজের যুবারা ১১.২ ওভারে ছুঁয়ে ফেলে মাত্র ১ উইকেট খরচায়।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে তানজিদ ৩২, পারভেজ হোসেন ইমন অপরাজিত ৫৮ ও মাহমুদুল হাসান জয় করেছেন অপরাজিত ৩৮ রান।

বল হাতে বাংলাদেশের পাঁচ বোলার-তানজিব হাসান সাকিব, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শামিম হোসেন ও রাকিবুল হাসান ১টি করে উইকেট তুলে নিয়েছেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন।

এই জয়ে গ্রুপ ‘সি’র শীর্ষে এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল

২৮.১ ওভারে ১৩৭/৬ (মাদভেরে ১৮, বাওয়া ২৭, শাম্বা ২৮, মায়ার্স ১, মারুমানি ৩১, ওল্ডনো ১, সাডেনডর্ফ ২২*, টাগওয়েটে ২*; তানজিম ৬-০-৪১-১, শরিফুল ৫-১-২৫-১, মৃত্যুঞ্জয় ৪.১-২৮-১, শামীম ৮-০-২৩-১, রকিবুল ৫-০-১৯-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

(লক্ষ্য ২২ ওভারে ১৩০) ১১.২ ওভারে ১৩২/১ (তানজিদ ৩২, পারভেজ ৫৮*, মাহমুদুল ৩৮*; মায়ার্স ২.৩-০-২৬-১, গ্র্যান্ট ২-০-৪৯-০, মাদভেরে ৪-০-২৬-০, সাখুমুজি ২.৫-০-৩১-০)

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি