ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেসির গোলে শীর্ষে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ২০ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

জয় দিয়েই কিকে সেতিয়েন যুগ শুরু করল বার্সেলোনা। লিওনেল মেসি নৈপুণ্যে স্প্যানিশ লা লিগায় গ্রানাদাকে হারিয়েছে কাতালান ক্লাবটি।

রোববার রাতে ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচটিতে গ্রানাডাকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরল বার্সা।

সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শনিবার রাতে শীর্ষে উঠেছিল চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। ফলে পরদিন রাতে গ্রানাডার বিপক্ষে জয় ব্যতীত কোনও পথ খোলা ছিলো না বার্সার সামনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সার হয়ে সেতিয়েনের প্রথম ম্যাচেই দারুণ এক জয় উপহার দিলেন অধিনায়ক মেসি।

ঘরের মাঠে ম্যাচ জুড়ে একচেটিয়া খেলেও গোলের জন্য ভীষণ ভুগতে হয় কাতালানদের। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করতে পারলেও সাফল্য পায়নি তারা।

ম্যাচ জয়ের একমাত্র গোলটি আসে খেলার দ্বিতীয়ার্ধে। প্রত্যাশিত সেই গোল ম্যাচের ৭৬তম মিনিটে করেন মেসি। এবারের লা লিগায় মেসির মোট গোল হলো সর্বোচ্চ ১৪টি। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ১৭টি।

এই জয়ে রিয়ালকে পেছনে ফেলে সমান ৪৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষ স্থানে ফিরল বার্সেলোনা। তিন নম্বরে থাকা আতলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৩৫।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি