ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রোনালদোর জোড়া গোলে জয়রথে জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ২০ জানুয়ারি ২০২০

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জয়ের ধারা ধরে রেখেছে জুভেন্টাস। ইতালিয়ান সেরি আয় পার্মাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই নিজেদের জায়গা ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার রাতে ঘরের মাঠ তুরিনে পার্মাকে ২-১ গোলে হারিয়েছে মাউরিসিও সারির দল। এ নিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছে শীর্ষে থাকা জুভরা।

নিজেদের মাঠে খেলার প্রথমার্ধেই ১-০ তে লিড পায় তুরিনের বুড়িরা। ম্যাচের ৪৩তম মিনিটে দারুণ এক শটে গোল করেন রোনালদো।

তবে এগিয়ে থেকে লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরে পার্মা। হেড দিয়ে গোল করেন বদলি খেলোয়াড় আন্দ্রেয়াস। এর তিন মিনিট পরেই আবারও এগিয়ে যায় জুভেন্টাস। আর রোনালদোর এই গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় তাদের।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি