ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২৩ জানুয়ারি ২০২০

পাকিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার রাতে নিরাপদেই লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। লাহোরের বিমানবন্দরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মাহমুদউল্লাহদের উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তারা।

এর আগে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে বুধবার রাত ৮টায় ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। পরে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় লাহোর পৌঁছায় তারা।

পাকিস্তানে তিন দফার সফরের প্রথমটিতে বাংলাদেশ খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২০০৮ সালে পাকিস্তানে একটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। পাকিস্তানের মাটিতে এটিই হবে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। আর শুক্রবার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে এ টি-টোয়েন্টি সিরিজটি।

টি-টোয়েন্টি সিরিজের সূচি :

তারিখ

ম্যাচ

দল

ভেন্যু

সময়

২৪-১-২০২০

প্রথম টি-টোয়েন্টি

বাংলাদেশ-পাকিস্তান

লাহোর

বাংলাদেশ সময় বিকাল তিনটা

২৫-১-২০২০

দ্বিতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ পাকিস্তান

লাহোর

বাংলাদেশ সময় বিকাল তিনটা

২৭-১-২০২০

তৃতীয় টি-টোয়েন্টি

বাংলাদেশ-পাকিস্তান

লাহোর

বাংলাদেশ সময় বিকাল তিনটা

 এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি