ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

উন্মোচিত হলো বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ট্রফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ২৩ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:১৬, ২৩ জানুয়ারি ২০২০

বুধবার রাতেই লাহোর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। এই শহরেই তারা স্বাগতিকদের মুখোমুখি হবে তিনটি টি২০ ম্যাচে। 

আজ দুপুরের পরই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। তার আগেই সংবাদ সম্মেলনে মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তান অধিনায়ক বাবর আজম। 

সংবাদ সম্মেলনের আগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। এ সময় দুই দলের অধিনায়ককেই দেখা যায়, হাসিমুখে ট্রফি হাতে ছবি তুলতে।

এই ট্রফিটি দখল করার লক্ষ্যেই শুক্রবার শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি। শুক্রবার গাদ্দাফি স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরেরদিন একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এরপর, ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি