ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরিজ জিততে আশাবাদী মাহমুদউল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২৩ জানুয়ারি ২০২০

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক নম্বর দল পাকিস্তান। সেখানে বাংলাদেশের অবস্থান নবম। তবে এসব নিয়ে ভাবতে নারাজ মাহমুদউল্লাহ। নিজেদের ফেভারিট দাবি না করলেও সিরিজ জয় নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ হয়েছিল ২০১৬ সালে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে অবশ্য পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। চার বছর পর ফের পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তবে এবার খোদ পাকিস্তানের মাটিতেই। যেখানে নিরাপত্তা ইস্যু মাথায় নিয়েই পাকিস্তান সফর করেছে বাংলাদেশ দল।

এদিকে, এক নম্বর দল হলেও নিজেদের শেষ হোম সিরিজেই আনকোরা শ্রীলঙ্কার কাছে হেরেছে পাকিস্তান দল। তাই তো নিজেদের একটু এগিয়ে রাখতেই পারেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে নিজেদের ফেভারিট মানছেন না মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘আমি এটা বলতে পারব না যে আমরা ফেভারিট কি না। কারণ আমরা অনেকদিন পর পাকিস্তানে এসেছি। তারা নিজেদের মাটিতে অনেক শক্তিশালী দল, অন্তত এই ফরম্যাটে। র‍্যাঙ্কিংও যদি দেখেন, সেটাও তাদের পক্ষে কথা বলবে। আমি আমার দল নিয়ে খুব আশাবাদী যেন ভালো ক্রিকেট খেলতে পারি এবং সিরিজটা যেন জিততে পারি।’

মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় না রেটিং ব্যবধান খেলায় কোনও প্রভাব ফেলবে। আপনি যদি এসব নিয়ে চিন্তা করেন, তাহলে সেটা ম্যাচে প্রভাব ফেলতে পারে। যার কারণে এসব নিয়ে আমরা চিন্তা করছি না। আপনি যদি আমাদের শেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ দেখেন, তাহলে দেখবেন বেশ ভালো ক্রিকেট খেলেছি আমরা। এই সিরিজেও সেটারই পুনরাবৃত্তি করতে চাই। ভালো একটি সিরিজ হবে আশা করছি।’

নিরাপত্তা নয়, পাকিস্তানকে হারানোই প্রধান লক্ষ্য উল্লেখ করে রিয়াদ বলেন, ‘আমি আগেও এসেছি পাকিস্তানে। আমার মনে হয় না এটা (নিরাপত্তা) কোনও প্রভাব ফেলবে সিরিজে। আমরা এখানে এসেছি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে এবং বর্তমানে ওইটাতেই ফোকাস রাখতে চাই। আমাদের প্রধান লক্ষ্য ভালো ক্রিকেটার খেলা এবং পাকিস্তানকে হারানো।’

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি