আজ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, মাঠে নামছেন যারা
প্রকাশিত : ০৯:১০, ২৪ জানুয়ারি ২০২০
নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। স্বাগতিকদের বিপক্ষে বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে টাইগাররা।
তবে দুঃখের বিষয় হচ্ছে, এবারের সিরিজটি সরাসরি সম্প্রচার করতে পারছে না বাংলাদেশি কোনও টেলিভিশন চ্যানেল। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখা যাবে শুধু সনি সিক্সে।
এর আগে ২২ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে রাত ৮টায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মাহমুদুল্লাহরা। একই দিন রাত সাড়ে ১১টার দিকে লাহোর বিমানবন্দরে অবতরণ করেন তারা।
এ সফরে মুশফিকুর রহমান ছাড়া বাংলাদেশের সেরা সব ক্রিকেটারই পাকিস্তান সফরে যাচ্ছেন। তবে দলের সাত বিদেশি কোচিং স্টাফের পাঁচজনই সেখানে যাচ্ছেন না।
তারা হলেন- ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক,স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাসন চন্দ্রসেকারান, ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
তাদের অনুপস্থিতিতে এইচপির কোচ চম্পাকা রামানায়েক পেস বোলিং পরামর্শক হিসেবে পাকিস্তান সফর করবেন। আর সোহেল ইসলাম স্পিন ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন। সন্ত্রাসকবলিত দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও। তার সঙ্গে যাচ্ছেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সিরিজের অপর দুটি ম্যাচ আগামী ২৫ ও ২৭ জানুয়ারি।
তিন দফায় পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম ধাপে টি-টোয়েন্টি সিরিজের পর দেশে ফিরে আসবেন টাইগাররা। দ্বিতীয় ভাগে গিয়ে ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবেন তারা। এরপর ফের ফিরে আসবেন। পরে তৃতীয়বার সেখানে গিয়ে আগামি ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবেন লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ৫ এপ্রিল সেখানেই দ্বিতীয় টেস্টে মাঠে নামবেন তারা।
পাকিস্তান সফরে সম্ভাব্য টি-টোয়েন্টি দলে যারা আছেন তারা হলেন :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, এবাদত হোসেন, মেহেদী হাসান ও ইমরুল কায়েস।
এআই/