ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ২৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:১২, ২৪ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে পিটিভি স্পোর্টস, সনি ইএসপিএন ও সনি ইএসপিএন এইচডি। পিটিভি স্পোর্টস ইউটিউবেও লাইভ দেখাচ্ছে।

পাকিস্তানের হয়ে আজ অভিষেক হয়েছে আহসান আলী ও হারিস রউফের।

সিরিজের বাকি দুটি ম্যাচ হবে আগামি ২৫ ও ২৭ জানুয়ারি একই মাঠে।  

এর আগে ২২ জানুয়ারি (বুধবার) বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইটে রাত ৮টায় পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে মাহমুদুল্লাহরা। একই দিন রাত সাড়ে ১১টার দিকে লাহোর বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

পাকিস্তান একাদশ

আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি