ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সাকিবকে টপকেই ফিরলেন তামিম

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ১৫:৫১, ২৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৫৩, ২৪ জানুয়ারি ২০২০

তামিম ইকবাল

তামিম ইকবাল

বিশ্বসেরা অলরাউণ্ডার সাকিব আল হাসানকে টপকে আবারও শীর্ষ রান সংগ্রাহকের তকমাটি নিজের দখলে নিলেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭৬ ইনিংস খেলে তামিমের সংগ্রহ ১৬৫২ রান। পক্ষান্তরে ৭৬ ইনিংস থেকে সাকিবের সংগ্রহ ১৫৬৭ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। তামিম ইকবাল ৩৯ রানে আউট হলেও নাঈম শেখ ৩০ রানে ক্রিজে আছেন।

এর আগে লাহোরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জয় লাভ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলনেতা। এদিন পাঁচ ওপেনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হচ্ছে দুই পাকিস্তানি ক্রিকেটারের। তারা হলেন- হ্যারিস রউফ ও  আহসান আলি।

পাকিস্তান একাদশ: 
আহসান আলি, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান, হ্যারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ হাসনাইন।

বাংলাদেশ একাদশ: 
তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আল-আমিন হোসেন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি