ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টারে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২৪ জানুয়ারি ২০২০

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের চিত্র

বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের চিত্র

বাংলাদেশ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কবলে পড়ে পণ্ড হওয়ায় গ্রুপ সি চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে চলে গেল বাংলাদেশ। 

একইসঙ্গে গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশের সঙ্গী হলো পাকিস্তান। অবশ্য তার আগে, আজ গ্রুপের শেষ ম্যাচে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৬/৯।

তবে এর আগে, গ্রুপ পর্বে জিম্বাবুয়েকে ৯ উইকেটে এবং স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশের যুবারা।

এদিকে, কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ডি এর রানার্সআপ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি শুক্রবার। কোয়ার্টার-ফাইনাল ম্যাচটি টিভিতে দেখা যাবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি