সিরিজে ফেরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৪:৩৮, ২৫ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:০৮, ২৫ জানুয়ারি ২০২০
লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এ ম্যাচে আনা হয়েছে একটি পরিবর্তন।
শনিবার (২৫ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। খেলা শুরু হবে বিকাল ৩টায়।
প্রথম ম্যাচে ভালো বল করায় বোলিংয়ে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ব্যাটিংয়ে একটি পরিবর্তন এসেছে। মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের জায়গায় নেয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানকে। এ ছাড়া একাদশে আর কোনো পরিবর্তন নেই।
এর আগে প্রথম ম্যাচে গতকাল শুক্রবার বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখকে নামানো হয়।
ওয়ান ডাউনে নামার কথা ছিল আফিফ হোসাইনের। কিন্তু দেখা গেছে ওয়ানডাউনে লিটন দাসকে নামানো হয়েছে। লিটনের চার নম্বর পজিশনে খেলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আর তার ৫ নম্বর পজিশনে ব্যাট করেছেন আফিফ।
অনিয়মিত টাইগার ওপেনার সৌম্য সরকারকে দেখা গেছে ছয় নম্বরে। তিন ম্যাচের এ সিরিজে আজ জয়ের বিকল্প নেই টাইগারদের কাছে। সিরিজ বাঁচানোই এখন লক্ষ্য।
আজকের টি-টোয়েন্টির পর ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের শেষ ম্যাচটি। সিরিজ শেষে আগামি ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচের বাংলাদেশ দলের একাদশ-
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসাইন, লিটন দাস (উইকেট কিপার) মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসাইন।