তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৫:৪১, ২৫ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:৪৬, ২৫ জানুয়ারি ২০২০
লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে কিছুটা বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।
ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদির বলে পাকিস্তানি উইকেটরক্ষক রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ডাক মারেন মোহাম্মাদ নাঈম।
সে চাপ সামলাতে না সামলাতেই হাসনাইনের বলে আবারও সেই রিজওয়ানের হাতে তালুবন্দি হন মেহেদি হাসান (০৯)। এতে কিছুটা চাপে তামিমরা।
এরপর স্পিনার শাদাব খানের ঘূর্ণিতে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩ উইকেটে ৫৭ রান। ক্রিজে তামিম ইকবাল ২৬ ও আফিফ হোসেন ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এ ম্যাচে মোহাম্মাদ মিথুনের জায়গায় মেহেদি হাসানকে নামানো হলেও সুবিধা করতে পারেননি বাংলাদেশ।
প্রথম ম্যাচে ভালো বল করায় এ ম্যাচে বোলিংয়ে আনা হয়নি কোনো পরিবর্তন। তবে ব্যাটিংয়ে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের জায়গায় নেয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসানকে।
প্রথম ম্যাচে গতকাল শুক্রবার বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছিল। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের সঙ্গে মোহাম্মদ নাঈম শেখকে নামানো হয়।
আজকের টি-টোয়েন্টির পর আগামি ২৭ জানুয়ারি গড়াবে সিরিজের শেষ ম্যাচটি। সিরিজ শেষে আগামি ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।
বাংলাদেশ দল
তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, আফিফ হোসাইন, লিটন দাস (উইকেট কিপার) মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও আল আমিন হোসাইন।