ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ২৬ জানুয়ারি ২০২০

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত এই সফরে একটি টেস্টের সঙ্গে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে তা পরিবর্তিত হয়ে এখন রুপ নিয়েছে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজে।

অন্যদিকে, পূর্ব নির্ধারিত সিরিজটি হওয়ার কথা ছিল মার্চ মাসে। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে তা এগিয়ে ফেব্রুয়ারিতে নিয়ে আসা হয়েছে। আজ রোববার পূর্ণাঙ্গ সিরিজটির চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিসিবি।

নতুন এ সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুই দিন বিশ্রামের পর ১৮-১৯ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর দুই দিন বিরতি দিয়ে ২২ ফেব্রুয়ারি হোম অব ক্রিকেট মিরপুরে সফরের একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে আফ্রিকান দেশটি।

এরপর আগামী ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবে উভয় দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ১, ৩ ও ৬ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দু'দল। সেখানে তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।

এরপর ৭ মার্চ আবার ঢাকায় ফিরবে উভয় দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ ও ১১ মার্চ দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রায় মাসব্যাপী এ পূর্ণাঙ্গ সিরিজ খেলে জিম্বাবুয়ে দল ঢাকা ত্যাগ করবে আগামী ১২ মার্চ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি