ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা শুরু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ২৬ জানুয়ারি ২০২০

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে কুমিল্লায় বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে।
 
রোববার (২৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, নৌবাহিনীর ইউং কমান্ড রিয়ার এডমিরাল রফিকুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক মো. মেজবাউল আলম, কুমিল্লা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।

এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ৮টি জেলার বিভিন্ন হকি দল অংশ নিয়েছে। 

এআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি