ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভয়ডরহীন ক্রিকেট দেখতে চাই’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৮, ২৬ জানুয়ারি ২০২০

তামিম ইকবাল ও নিল ম্যাকেঞ্জি

তামিম ইকবাল ও নিল ম্যাকেঞ্জি

Ekushey Television Ltd.

দীর্ঘ ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ৩৯ রানের মন্থর ইনিংস খেলেছেন তামিম ইকবাল। পরের ম্যাচে অবশ্য আরেকটু সচল হয়েছে তামিমের ব্যাট। খেলেছেন ৫৩ বলে ৬৫ রানের ইনিংস। তবে তামিমসহ সবার কাছেই আরেকটু ভয়ডরহীন ক্রিকেট দেখতে চান দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি।

দলের সঙ্গী হয়ে পাকিস্তানে না গেলেও ঢাকায় বসে তামিমের দুটো ইনিংসেই চোখ রেখেছেন ম্যাকেঞ্জি। সিরিজের শেষ ম্যাচে বাঁহাতি ওপেনারের কাছে ম্যাকেঞ্জির প্রত্যাশা তাই আরও বেশি। জড়তা ঝেড়ে ফেলে স্ট্রাইক রেট বাড়িয়ে তামিম যেন বড় ইনিংস খেলেন, এটাই প্রত্যাশা আফ্রিকান কোচের।

রোববার দুপরে হোম অব ক্রিকেট মিরপুরে টেস্ট দলের জন্য ডাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলনের ফাঁকে নিল বলছিলেন, ‘ওকে ফিরতে দেখে ভালো লাগছে। আগে ৩০-৪০ রান করেছে, এখন করছে ৬০ রান। আশা করি ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। এখন উচিত দ্রুত রান তোলা। এই ৬০ রানের ইনিংসকে ৫৫ বলে ৮০ রানের ইনিংসে রূপ দিতে হবে তাকে।’

আর সেই সামর্থ্যও যে তামিমের আছে সেটা ভালোই জানেন ম্যাকেঞ্জি। তিনি বলেন, ‘ও অভিজ্ঞ ক্রিকেটার। কী করতে হবে, ও খুব ভালোই জানে। বাংলাদেশের জন্য তামিম কতোটা গুরুত্বপূর্ণ, ও ভালোই জানে। এটা একটা প্রক্রিয়া। তবে আমরা ওর কাছ থেকে আরেকটু ভয়ডরহীন ক্রিকেট দেখতে চাই।’

এদিকে, গত বিশ্বকাপ পর্যন্ত তামিম ইকবাল ছিলেন বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক টপঅর্ডার ব্যাটসম্যান। তবে বিশ্বকাপে ব্যর্থতার পর শ্রীলঙ্কা সিরিজের রান খরা তামিমকে ফেলে দেয় সমালোচনার মুখে। কিন্তু দুই সিরিজের ব্যর্থতায় তামিমের অতীত ভুলতে চান না ম্যাকেঞ্জি।

একইসঙ্গে কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, ‘আমরা এমন কিছু খেলোয়াড় চাচ্ছি যারা বলটাকে পিটিয়ে মাঠের বাইরে নিয়ে ফেলতে পারে। বাংলাদেশের ক্রিকেটে এ ধরনের হিটার ব্যাটসম্যানের বড় অভাব।’

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি