ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বার্সাকে টপকে শীর্ষে রিয়াল মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০২, ২৭ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

লা লিগায় চলছে রিয়াল-বার্সার শীর্ষস্থান ছিনিয়ে নেওয়ার লড়াই। শনিবার রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারের পর সেই লড়াইয়ে কিছুটা পিছিয়ে গেছে বার্সেলোনা। এর একদিন পর রোববার রাতে (২৬ জানুয়ারি) রিয়াল ভায়ালোভিদের বিপক্ষে ১-০ গোলে জয় নিশ্চিত করে কাতালানদের শীর্ষস্থানের লড়াই থেকে এক প্রকারে ছিটকেই দিয়েছে রিয়াল মাদ্রিদ। মেসির বার্সা থেকে ৩ পয়েন্ট এগিয়ে জিদানের দল রিয়াল।

রিয়াল ভায়ালোভিদের মাঠে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখেন ক্রুস-ইসকোরা। তবে সেই চাপের বেশ জবাব দিচ্ছিলো স্বাগতিকরা। বার বার প্রতিহত করে দিচ্ছিল জিদান শিষ্যদের সব আক্রমণ।

প্রথমার্ধে রিয়ালকে গোলশূন্য রাখতে পারলেও দ্বিতীয়ার্থে তা আর হয়ে ওঠেনি ভায়ালোভিদের পক্ষে। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে টনি ক্রুজের ক্রস থেকে হেড করে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্ডার নাচো। গত দুই বছরে লা লিগায় এটি তার প্রথম গোল। 

এরপর পুরো ম্যাচজুড়ে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়তে হয় লস ব্লাঙ্কোসদের।

এ  মওসুমে লা লিগায় রিয়ালের ২১তম ম্যাচ শেষে ১৩ জয় ও সাত ড্র নিয়ে দলটির পয়েন্ট ৪৬। সমান ম্যাচ খেলে দুইয়ে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ৪৩। এদিকে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে সেভিয়া।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি