ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথমবার সেমিতে ২১ বছরের কেনিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ২৮ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে ইতিমধ্যে অনেক নক্ষত্রের পতন হয়েছে। তবে চমক দেখিয়ে চলছেন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী এই খেলোয়াড়।

ইতিমধ্যে ওপেন থেকে ছিটকে পড়েছন মারিয়া শারাপোভা, নাওমি ওসাকা, সেরেনা উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকি এবং কারোলিনা প্লিসকোভার মতো সেরা তারকারা।

মেলবোর্নে মঙ্গলবার কোয়ার্টার-ফাইনালে চৌদ্দতম বাছাই সোফিয়া কেনিন সরাসরি ৬-৪, ৬-৪ গেমে হারান তিউনিসিয়ার ওনস জাবেউরকে। এর আগে শেষ ষোলো রাউন্ডে স্বদেশী কোকো গাউফকে ছিটকে দিয়েছিলেন কেনিন।

ফাইনালে ওঠার লড়াইয়ে র‍্যাঙ্কিং শীর্ষ অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টে বা চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভার মুখোমুখি হবেন কেনিন। 

সেমিফাইনালে ওঠার পর উচ্ছ্বাসের বাধ মানছে না তার। উচ্ছ্বসিত কেনিন বলেছেন- ‘আমি খুবই রোমাঞ্চিত। এটা কঠিন একটি ম্যাচ ছিল।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি