ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এবার বিসিএলে খেলবেন কে কোন দলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৭, ২৮ জানুয়ারি ২০২০

বিসিবি দক্ষিণাঞ্চলে মাহমুদুল্লাহ ও ইসলামী ব্যাংক পুর্বাঞ্চলে তামিম ইকবাল

বিসিবি দক্ষিণাঞ্চলে মাহমুদুল্লাহ ও ইসলামী ব্যাংক পুর্বাঞ্চলে তামিম ইকবাল

অনেকটা ঘরোয়াভাবেই হয়ে গেল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট- বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ‘প্লেয়ার্স ড্রাফট’। গত ২৭ জানুয়ারি হোম অব ক্রিকেট মিরপুরে বসেছিল এর নিলাম। কেনাবেচায় দল নিশ্চিত হয়েছে ৫৪ ক্রিকেটারের। তবে দল পাননি সাব্বির, রনি, রানা ও তুষার ইমরান। 

আগামী ৩১ জানুয়ারি মাঠে গড়াতে যাওয়া এবারের আসরের প্রথম ও তৃতীয় রাউন্ডে খেলার কথা রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদের খেলাটা তাই নিশ্চিতই। তিন বছর পর বিসিএলে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ ২০১৭ সালের আসরে খেলেছিলেন ফিজ।

এদিকে, বাজে ফর্মের কারণে দল পাননি হার্ডহিটার সাব্বির রহমান রুম্মন। একই কারণে দল পাননি বাঁহাতি পেসার আবু হায়দার রনিও। তবে সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএল মাতানো মেহেদী হাসান রানা দল না পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় ছিলেন চাঁদপুরের এই তরুণ।

এছাড়া, দল পাননি ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার তুষার ইমরানও। যদিও নেপথ্যে জোরালো কারণ রয়েছে। ফিটনেস পরীক্ষায় উতরাতে না পারায় নিলামেই তোলা হয়নি তার নাম। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান অবশ্য খুলনার এই ব্যাটসম্যানেরই। সব মিলিয়ে ১১৭০৪ রান করেন তিনি। নিশ্চিতভাবে এবার তাকে মিস করবে বিসিএল।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় দলের সব ক্রিকেটারদের বিসিএল খেলা বাধ্যতামূলক করেছে বোর্ড। তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিমরা বিসিএলে খেলছেন সেই কারণেই। তাহলে এবার চলুন দেখে নেয়া যাক, কেমন হলো বিসিএলের চারটি দল। 

বিসিবি দক্ষিণাঞ্চল: 
মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, ফজলে মাহমুদ রাব্বি, আব্দুর রাজ্জাক রাজ, ফরহাদ রেজা, শামসুর রহমান শুভ, আল-আমিন (জুনিয়র), নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফীস, রবিউল হক, ইরফান শুক্কুর, মাহমুদুল হাসান জয়, রুয়েল মিয়া।

বিসিবি উত্তরাঞ্চল: 
মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, ইবাদত হোসেন, রনি তালুকদার, সুমন খান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম অমি, তানবীর হায়দার, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলি, মুক্তার আলি।

ওয়ালটন মধ্যাঞ্চল: 
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, আরফাত সানি, শহিদুল ইসলাম, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলি অনিক, নাজমুল ইসলাম অপু, আব্দুল মজিদ, ইরফান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, মো: আকবর আলি, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান।

ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: 
ইমরুল কায়েস, তামিম ইকবাল, আফিফ হোসেন, মোমিনুল হক সৌরভ, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, রুবেল হোসেন, মোহাম্মদ আশরাফুল, ইয়াসির আলি রাব্বি, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জাকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান-উজ-জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি