ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কন্যা সন্তানের বাবা হলেন সরফরাজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৯ জানুয়ারি ২০২০

পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ ফের বাবা হয়েছেন। এই সুখবরটি নিজের টুইটার হ্যান্ডেলে দিয়েছেন তিনি। সরফরাজের স্ত্রী সৈয়দা খুশবখত গত মঙ্গলবার একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেন। এটি তাদের দ্বিতীয় সন্তান। আবদুল্লাহ নামের এক ছেলে সন্তান রয়েছে এ দম্পতির।

টুইটারে একটি ছবি পোস্ট করেছেন সরফরাজ। সেই ছবিতে দেখা যায়, বোনকে কোলে নিয়ে বসে আছে আবদুল্লাহ এবং বেশ উচ্ছ্বসিত। ছবির ক্যাপশনে সরফরাজ লেখেন– ‘আমার মেয়ে হয়েছে! আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ।’

ইতিমধ্যে পাকিস্তানি অনেক ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন সরাফরাজ-খুশবখতকে। পাশাপাশি সদ্যজাত মেয়েকে আশীর্বাদ করেছেন। আর পুরো পরিবারের প্রতি শুভকামনাও জানিয়েছেন।

সরফরাজ আহমেদ ২০১৬ সালে টি-টোয়েন্টি এবং ২০১৭ সালে টেস্ট ও ওয়ানডে অর্থাৎ তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক নির্বাচিত হন। তার নেতৃত্বে ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। সেই সঙ্গে ওঠে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে। তবে ওয়ানডে বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তুলতে ব্যর্থ হওয়ায় অধিনায়কত্ব হারান। সেই সঙ্গে দল থেকেও বাদ পড়েন ৩২ বছর বয়সী এই পাক ক্রিকেটার।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি