ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নারী দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ৩০ জানুয়ারি ২০২০

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সুখবর হচ্ছে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন দেশ সেরা অলরাউন্ডার রুমানা আহমেদ।

গতকাল বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে টি-টোয়েন্টি স্কোয়াডের নাম প্রকাশ করে। বিশ্বকাপে নারী দলের নেতৃত্ব দিবেন সালমা খাতুন, আর তার ডেপুটি থাকবেন রুমানা আহমেদ।

বিশ্বকাপ মাঠে গড়াবে ২১ ফেব্রুয়ারি। অংশ নেবে ১০টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের ছাড়া রয়েছে ভারত, শ্রীলঙ্কা, স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
 
সালমাদের মিশন শুরু ২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে নিউজিল্যান্ডের মোকাবেলা করবে লাল-সবুজের দেশটি।

অস্ট্রেলিয়ার উদ্দেশে সালমারা দেশ ছাড়বেন ২ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেবেন তারা। অস্ট্রেলিয়ায় আগেভাগে যাওয়ার উদ্দেশ্য সেখানে ক’দিন কন্ডিশনিং ক্যাম্প করা। সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
সালমা খাতুন (অধি), রুমনা আহমেদ (সহ অধি), জাহানারা আলম, শামিমা সুলতানা, মুর্শদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান শুকতরা, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজা-তুল-কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিংকি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, মোসা. রিতু মনি ও সোবহানা মোসতারি।

স্ট্যান্ড বাই: শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মন্ডল, পূজা চক্রবর্তী ও রাবেয়া।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি