ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ জেনে নিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৩, ৩০ জানুয়ারি ২০২০

জয়ের মুহুর্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

জয়ের মুহুর্তে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

চার বছর আগে অর্থাৎ সেই ২০১৬ সালে ঘরের মাঠে আয়োজিত আসরেই সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৩২ বছরের ইতিহাসে এটাই টাইগারদের সেরা সাফল্য। আজ সেই সাফল্যকে দ্বিতীয়বার ছুঁয়ে ফেলল আকবর আলীর দল। 

বৃহস্পতিবার তামিমদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়ে তো প্রতিপক্ষকে রীতিমত উড়িয়ে দিয়েছে রাকিবুল-সাকিবরা। যার ফলে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে ১০৪ রানে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। 

সেমিতে প্রথমবারের মতো ফাইনালে ওঠার ম্যাচে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৬ ফেব্রুয়ারি। যুব বিশ্বকাপের অপর সেমিফাইনাল খেলবে ভারত। তবে ভারতীয়রা কোন দলের বিপক্ষে খেলবেন তা নিশ্চিত হবে কাল। 

আজ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করে তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয় ও শাহাদাত হোসাইনের ফিফটিতে ২৬১ রানের বড় স্কোর দাঁড় করায়। পরে রাকিবুল হাসানের স্পিন জাদুতে মাত্র ১৫৭ রানেই গুটিয় যায় স্বাগতিকরা।

রাকিবুল ৯.৩ ওভারে মাত্র ১৯ রানে একাই নেন পাঁচ উইকেট। দুটি উইকেট নেন তানজিম হামান সাকিব। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বাউফর্ট।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি