ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘তামিমকে বলেছিলাম লারার রেকর্ড ভাঙতে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৬:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২০

ট্রিপল সেঞ্চুরির পর তামিমকে অভিনন্দন জানাচ্ছেন রকিবুল হাসান

ট্রিপল সেঞ্চুরির পর তামিমকে অভিনন্দন জানাচ্ছেন রকিবুল হাসান

Ekushey Television Ltd.

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একমাত্র ট্রিপল সেঞ্চুরি এসেছিল সেই ২০০৭ সালের ২১ মার্চ। তাও ঘরোয়া ক্রিকেটে, বরিশাল বিভাগের বিপক্ষে সিলেটের হয়ে অপরাজিত ৩১৩* রান করেছিলেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রকিবুল হাসান। 

১৩ বছর পর সেই রকিবুলের সামনেই নতুন রেকর্ড গড়ে ফেললেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। দীর্ঘ বিরতির পর সাদা পোশাকে খেলতে নেমে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি (৩৩৪) করেছেন জাতীয় দলের এ ওপেনার। 

গত ২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ছন্দময় ব্যাটিং করে তামিম তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

এর আগের দিনেই অবশ্য অধিনায়ক মোমিনুল হক বলেছিলেন, উইকেটে টিকে থাকলে তামিম ইকবাল অবশ্যই ট্রিপল সেঞ্চুরি করবেন। রোববার তামিম সেটাই করে দেখিয়েছেন। সেটাও আবার রকিবুলের সামনেই।

শুধু ট্রিপলই নয়, তামিম এদিন গড়েছেন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে ইতিহাসের সর্বোচ্চ রান এটি। যার রেকর্ড ছাড়িয়ে গেলেন, সেই রকিবুল হাসান ফিল্ডিং করছিলেন তামিমের খুব কাছেই। 

তাইতো, প্রাণখোলা হাসিতে ছুটে এসে সবার আগে তামিমকে অভিনন্দন জানান তিনি। আর ঐতিহাসিক মুহূর্তে তামিমকে কী বলেছিলেন, সেটা নিজেই ফাঁস করেছেন রকিবুল, 'শুনলে মজা মনে হতে পারে। আমি তামিমকে বলছিলাম, লারার রেকর্ড ভেঙে ফেল! পরে তো ওরা ইনিংস ঘোষণা করল।'

তবে, ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার প্রথম শ্রেণির রেকর্ড স্পর্শ করা বা ভাঙা অতোটা সহজ কাজ নয়, কারণ সেই রেকর্ড যে ৫০১ রানের। যা ছিল অনেক দূরের পথ। এছাড়া আন্তর্জাতিক টেস্টে লারার রেকর্ড ৪০০ রানের। 

মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চল যখন ইনিংস ঘোষণা করল, তামিমের নামের পাশে তখন অপরাজিত ৩৩৪ রান। লারার রানের ধারেকাছেও ছিলেন না তামিম। তবে রকিবুল হাসানের ৩১৩ রানের রেকর্ড টপকে গেছেন। এমন একটি রেকর্ড হারালে খুশি হওয়ার কারণ নেই। তবে গতকাল দিনের খেলা শেষে মাঠ ছাড়ার সময় রকিবুল হাসিমুখে জানালেন, তামিম এটা ভেঙেছে বলেই তিনি খুশি।

রকিবুল বলেন, 'তামিমকে অনেক অনেক অভিনন্দন। যেভাবে ব্যাট করেছে, এই রেকর্ড ওর প্রাপ্য। সেই বয়সভিত্তিক পর্যায় থেকে আমরা একসঙ্গে খেলছি, অনূর্ধ্ব-১৭ থেকে। তামিম আমার সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন। ও রেকর্ড করেছে, আমি তাতে সত্যিই গর্বিত। সব ক্রিকেটারই চায়, তার রেকর্ড সবার ওপরে থাকুক। কিন্তু তামিম যেভাবে খেলেছে, অসাধারণ। ওর মানের একজন ব্যাটসম্যানের পাশে এই রেকর্ড খুব মানায়। সত্যি বলতে, ওর দুইশর পর থেকেই মনে হচ্ছিল, তিনশ কেন, আরও বেশি করতে পারে ও।'

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি