ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:২৬, ৭ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

টেস্ট সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। আজ শুক্রবার রাওয়ালপিণ্ডিতে সকাল ১১টায় ম্যাচটি শুরু হবে । ইতোমধ্যেই প্রথম টেস্টের ভেন্যুতে অনুশীলন করেছে মুমিনুলরা। 

দেশ থেকেই টেস্টের একাদশের একটা আইডিয়া দিয়ে গেছেন কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি ব্যাটিং অর্ডারও জানিয়ে গেছেন তিনি। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সাইফকে। তিন পেসার, এক স্পিনার ও সাত ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। তবে সম্প্রতি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ধরাশায়ী হওয়ায় কিছুটা ব্যাকফুটে আছে মুমিনুল-তামিমরা। সঙ্গে মুশফিক, সাকিবদের অনুপস্থিতিও ভাবনার কারণ তাদের জন্য।

আর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষের ভালো ফলাফলে চাঙা আছে স্বাগতিক পাকিস্তান। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিসংখ্যান তাদের পক্ষেই আছে।

বাংলাদেশ দল- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন,  সৌম্য সরকার ও রুবেল হোসেন ।

পাকিস্তানের দল- আজহার আলী (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বিলাল আসিফ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হ্যারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রেজওয়ান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ ও শান মাসুদ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি