ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রথম টেস্টে নেমেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২০

রাওয়ালপিন্ডি গ্রাউন্ডে টস করতে নামেন মুমিনুল-আজহার আলী। তবে টস জিতে আজহার আলী ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে বাধ্য হয়ে মুমিনুলদের ব্যাটিংয়ে নামতে হয়। আর নেমেই দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ।

ওপেন করতে তামিম ইকবালের সঙ্গে নামেন সাইফ হাসান। তবে শাহিন আফ্রিদির প্রথম ওভারে শফিকের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন সাইফ। এর পর তামিমের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। 

এর পরের ওভারে বল হাতে আসেন মোহাম্মদ আব্বাস। আব্বাসের এলবি’র শিকার হয়ে ৩ রানে ফিরতে বাধ্য হন তামিম ইকবাল। এরপর শান্তর সঙ্গি হন অধিনায়ক মুমিনুল।

দেশ থেকেই টেস্টের একাদশের একটা আইডিয়া দিয়ে গেছেন কোচ রাসেল ডমিঙ্গো। এমনকি ব্যাটিং অর্ডারও জানিয়ে গেছেন তিনি। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে সাইফকে। তিন পেসার, এক স্পিনার ও সাত ব্যাটসম্যান নিয়ে একাদশ সাজাবে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে ভরাডুবির পর এবার ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। তবে সম্প্রতি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ধরাশায়ী হওয়ায় কিছুটা ব্যাকফুটে আছে মুমিনুল-তামিমরা। সঙ্গে মুশফিক, সাকিবদের অনুপস্থিতিও ভাবনার কারণ তাদের জন্য।

আর দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষের ভালো ফলাফলে চাঙা আছে স্বাগতিক পাকিস্তান। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্স এবং পরিসংখ্যান তাদের পক্ষেই আছে।

বাংলাদেশ দল- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেইন।

পাকিস্তানের দল- আজহার আলী (অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলি, বাবর আজম, হ্যারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রেজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ ও শাহীন শাহ আফ্রিদি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি