ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুজিববর্ষে ঢাকা ও চট্টগ্রামে গ্র্যান্ডমাস্টার্স দাবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশন ঢাকা ও চট্টগ্রামে গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে।

ঢাকায় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট’ এবং চট্টগ্রামে হবে দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট। দুটি টুর্নামেন্টেই বিশ্বসেরা দাবাড়ুদের আমন্ত্রণ জানানো হবে বলে ফেডারেশন সূত্রে জানা গেছে। 

এ ছাড়া জাতীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুব দাবা চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ আয়োজন করবে দাবা ফেডারেশন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি