ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম সাফল্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২০

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে যাওয়ার পর বোলিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই উদ্বোধনী ব্যাটসম্যান আবিদ আলিকে সাজঘরে ফেরত পাঠিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম সাফল্য এনে দিয়েছেন পেসার আবু জায়েদ রাহি।

তবে শুরুতে উইকেট খোয়ালেও আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শান মাসুদকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক আজহার আলি।

প্রথম ইনিংসে ২০ ওভারের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৮৪ রান। শান মাসুদ ৫৪ ও আজহার আলি ২৮ রানে ব্যাট করছেন।

শুক্রবার ম্যাচের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন মোহাম্মদ মিঠুন। এ ছাড়া নাজমুল হোসেন শান্ত করেন ৪৪ রান।

পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি ৫৩ রানে ৪টি, মোহাম্মদ আব্বাস ১৯ রানে ২টি, হারিস সোহেল ১১ রানে ২টি ও নাসিম শাহ ৬১ রানে ১টি উইকেট নেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি