ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আগুন ঝরালেন ‘বাদ পড়া’ মুস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৫৫, ৮ ফেব্রুয়ারি ২০২০

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

বঙ্গবন্ধু বিপিএলের শেষভাগে এসে বোলিংটা ভালোই করেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে নিজের ‘বাজে ফর্ম’টা আবারও ফিরিয়ে আনেন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। উইকেট তো পানই-নি, উলটো রান দিয়েছেন দেদারছে। ফলে টেস্ট সিরিজের দলে রাখা হয়নি বাঁহাতি পেসারকে। তবে বাদ পড়া মুস্তাফিজই আজ আগুন ঝরালেন বিসিএলে।

মধ্যাঞ্চলের হয়ে উত্তরাঞ্চলের বিপক্ষে চার উইকেট তুলে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। ২৩ ওভার বোলিং করে ৬৮ রান খরচায় চার উইকেট নিয়েছেন তরুণ পেসার। মোস্তাফিজের বোলিং তোপে ১৬৬ রানে গুটিয়ে গেছে উত্তরাঞ্চলের প্রথম ইনিংস। দলটির পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেছেন আরিফুল হক।

এদিকে, ইনজুরি থেকে ফিরে উত্তরাঞ্চলের হয়ে ব্যাট হাতে নেমে ব্যর্থ হন মুশফিক। মুস্তাফিজের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন মাত্র ২ রান করে।

পরে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি মধ্যাঞ্চলও। দলীয় ৫০ রানেই তিন উইকেট হারিয়ে বসে দলটি। এরপর চতুর্থ উইকেটে ৮৯ রানের জুটি গড়ে দলকে টানেন আব্দুল মজিদ ও তাইবুর রহমান। এসময় তাইবুর ৪৭ করে আউট হলেও ফিফটি ছাড়িয়ে আউট হন আব্দুল মজিদ (৬৯)। 

শুভাগত হোম ২৮ রানে অপরাজিত থাকলে পাঁচ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শেষ করে মধ্যাঞ্চল। যাতে ১৯১ রানের লিড পেয়েছে মুস্তাফিজের দল। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি