ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শঙ্কায় বাংলাদেশ-ভারতের বিশ্বকাপ ফাইনাল! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০০:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হাতে দুই অধিনায়ক

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হাতে দুই অধিনায়ক

নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। যে কোনও পর্যায়ের ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম ফাইনালে ওঠার ঘটনা। আর একটা ধাপ পেরুলেই ইতিহাসটা, যা অনন্তকাল লেখা থাকবে স্বর্ণাক্ষরে।

রোববার ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিততে পারলেই রচিত হবে অবিস্মরণীয় এক শিরোপা জয়ের ইতিহাস। এদিকে, ফাইনাল ম্যাচের আগে শঙ্কা বাড়িয়ে দিচ্ছে প্রকৃতি।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে এদিন বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি। সেখানে আজ (শনিবার) সকাল থেকেই বৃষ্টির আনাগোনা। দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি থাকতে পারে কালকের ফাইনালেও।

এদিকে, বৃষ্টির কারণে আজ পুরোদমে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইনডোরে অনুশীলন সেরেছেন আকবর আলি-জয়রা। এমনকি ভারত দলও। অবশ্য একটা বিষয়ে স্বস্তি খুঁজতে পারে উভয় দল। কেননা, ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে।

অর্থাৎ রোববার বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হলে তা অনুষ্ঠিত হবে পরের দিন। সেদিনও খেলা সম্ভব না হলে ঘোষণা করা হবে যৌথ চ্যাম্পিয়ন।

রিজার্ভ ডে থাকায় খুব বেশি চিন্তা করছেন না বাংলাদেশ যুব দলের ম্যানেজার কায়সার আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কালকেও বৃষ্টির শঙ্কা আছে। তবে এখানকার মাঠের অবস্থা বেশ ভালো। আশা করছি খেলা হবে। নাহলে রিজার্ভ ডে তো আছেই।’

এদিকে, ১৩তম যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পচেফস্ট্রুমে শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: 
আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরি নিপুন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন আলম, রাকিবুল হাসান ও হাসান মুরাদ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি