ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

যুব বিশ্বকাপ : টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি।

প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশি যুবারা। 

সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। ১৩তম যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পচেফস্ট্রুমে শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। তার মানে টসও একটা বড় ফ্যাক্টর। শুরুতেই টসে জিতে শুভকামনা হয়েছে বলে মনে করেন টাইগারপ্রেমীরা।

বাঁহাতি স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাসকে ফিরিয়েছে বাংলাদেশ। দলে পরিবর্তন এই একটিই। এদিকে কোনো পরিবর্তন আনেনি ভারত। পাকিস্তানকে উড়িয়ে দেওয়া দলটির ওপরই আস্থা রেখেছে তারা।

বাংলাদেশ

পারভেজ হোসেন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান।

ভারত

যাশাসবি জয়সওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধশ বীর, অর্থবা আনকোলেকার, রবি বিষ্ণুই, সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগি, আকাশ সিং।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি