ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত শিবিরে টাইগারদের প্রথম আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:০২, ৯ ফেব্রুয়ারি ২০২০

উইকেট নেয়ার পর অবিশেক দাসের উল্লাস

উইকেট নেয়ার পর অবিশেক দাসের উল্লাস

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। সেই চাপের মধ্যেই দলীয় মাত্র ৯ রানের মাথায় ভারত শিবিরে প্রথম আঘাত হানলেন অভিশেক দাশ। মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে মাত্র ২ রানে ফেরেন ভারতীয় ওপেনার দিভ্যানশ সাক্সেনা। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩০ রান। ক্রিজে আছেন যশসভি জাসওয়াল ২০ রানে এবং তিলক ভারমা ৩ রান নিয়ে। 

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি। প্রথমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশি যুবারা। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছে টুর্নামেন্টের দুই অপরাজিত দল বাংলাদেশ ও ভারত। ১৩তম যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পচেফস্ট্রুমে শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়।

ফাইনালে টস ভাগ্যও ম্যাচ জয়ে প্রভাব ফেলতে পারে। তার কারণ যুব বিশ্বকাপের সবশেষ পাঁচ ফাইনালের মধ্যে চারবারই জিতেছে পরে ব্যাট করা দল। তার মানে টসও একটা বড় ফ্যাক্টর। শুরুতেই টসে জিতে শুভকামনা হয়েছে বলে মনে করেন টাইগারপ্রেমীরা।

বাঁহাতি স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাসকে ফিরিয়েছে বাংলাদেশ। দলে পরিবর্তন এই একটিই। এদিকে কোনো পরিবর্তন আনেনি ভারত। পাকিস্তানকে উড়িয়ে দেওয়া দলটির ওপরই আস্থা রেখেছে তারা।

বাংলাদেশ একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ:
যশসভি জয়সওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধশ বীর, অর্থবা আনকোলেকার, রবি বিষ্ণুই, সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগি, আকাশ সিং।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি