ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০২৪

২১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে বাংলাদেশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:২৮, ৯ ফেব্রুয়ারি ২০২০

ব্যাট করছে বাংলাদেশ

ব্যাট করছে বাংলাদেশ

রাওয়ালপিন্ডি টেস্টে শেষ পর্যন্ত ৪৪৫ রানে গিয়ে থেমেছে পাকিস্তানের প্রথম ইনিংস। অর্থাৎ প্রথম ইনিংসে ২১২ রানের লিড পেল স্বাগতিকরা। ওই রানে পিছিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে প্রথম ইনিংসে ২৩৩ করা বাংলাদেশ। 

শনিবার তিন উইকেটে ৩৪২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। অর্থাৎ ১০৩ রানে পাকিস্তানের শেষ সাত উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা। রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি তিনটি করে উইকেট পেয়েছেন। দুই উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি উইকেট গেছে ইবাদত হোসেনের ঝুঁলিতে।

বলতে গেলে আজ তৃতীয় দিন সকালটা ছিল বাংলাদেশেরই। আগের দিন চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়া দুই ব্যাটসম্যানকে বিদায় দিয়েছে দিনের শুরু করে সফরকারীরা। তাতে তৃতীয় দিনের প্রতিরোধটা হয়ে পড়ে নড়বড়ে।

আগের দিন চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৩৭ রানের জুটি উপহার দিয়েছেন আসাদ শফিক ও বাবর আজম। কিন্তু তৃতীয় দিন জায়েদের প্রথম বলেই প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন বাবর। অফসাইডের বাইরের বল খেলবো, খেলবো না করে দেরি করে ফেলেছিলেন। ততক্ষণে বল ব্যাটে লেগে চলে যায় প্রথম স্লিপে দাঁড়ানো মিঠুনের হাতে। ১৯৩ বলে ১৪৩ রানে ফিরেছেন বাবর। তাতে ছিল ১৯টি চার ও ১টি ছয়।

সঙ্গী আসাদ শফিকও তার পথ ধরে হেঁটেছেন। আগের দিন বল হাতে নিষ্প্রভ ছিলেন ইবাদত হোসেন। উইকেটের দেখা পেয়েছেন আসাদ শফিককে বিদায় করে। ৬৫ রানে ব্যাট করতে থাকা আসাদকে গ্লাভসবন্দী করিয়েছেন ইবাদত।

আবু জায়েদকে সরিয়ে দিনের প্রথম আক্রমণে আনা হয় রুবেল হোসেনকে। সেখানেও মেলে সাফল্য। নতুন নামা রিজওয়ানও থিতু হতে পারেননি উইকেটে। রুবেলের প্রথম বলেই পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়েছেন তিনি। বল টপ এজ হয়ে জমা পড়ে ফাইন লেগে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের হাতে। ১০ রানে ফিরেছেন রিজওয়ান। যা এই টেস্টে রুবেলের প্রথম উইকেট শিকার।

আক্রমণে আসা রুবেল অবশ্য পাকিস্তানের লেজের দিকটা কাঁপিয়েই দিয়েছেন। ইয়াসিরকে সঙ্গে করে জুটি গড়ার চেষ্টায় ছিলেন হারিস। ৪১ রানের এই জুটি ভেঙেছেন রুবেল হোসেনই। দারুণ এক ইনসুইঙ্গারে এলবিডাব্লিউ করেছেন ইয়াসিরকে। শুরুতে অবশ্য আম্পায়ার আঙুল তুলেননি। পরে রিভিউতেই ফিরেছেন ইয়াসির (৫)। বাকিরা যেখানে প্রতিরোধ গড়তে পারেননি, সেখানে টিকে থেকে ধীরে ধীরে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন সোহেল। 

৭৫ রানের দারুণ এক ইনিংস খেলায় লিড ২০০ পার হয় পাকিস্তানে। লাঞ্চ ব্রেকের পর বেশিক্ষণ স্থায়ী হয়নি পাকিস্তানের ইনিংস। শাহীন আফ্রিদিকে এলবিডাব্লিউ করেন রুবেল। হারিস সোহেলকে (৭৫) ফিরিয়েছেন তাইজুল। তার পরেই পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ৪৪৫ রানে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি