ফের ব্যর্থ সাইফ-তামিম, বিপর্যয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৬:৫৯, ৯ ফেব্রুয়ারি ২০২০
ব্যাট করছে বাংলাদেশ
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩ রান করে আউট হয়েছিলেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আজ দ্বিতীয় ইনিংসে নেমে আউট হন ৩১ রান যোগ করে, অর্থাৎ ৩৪ করে। তার আগেই সাইফকে হারায় বাংলাদেশ। যাতে দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে বাংলাদেশ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ৮৩ রান। নাজমুল হোসাইন শান্ত ১৮ রানে এবং মোমিনুল হক ১৪ রানে ক্রিজে আছেন।
এর আগে ২১২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের ইনিংসে শুরুতেই আউট হলেও আজ তরুণ ওপেনার সাইফ হাসান ফিরে গেছেন ২৫ বলে ১৬ রান করে। পাকিস্তানি তরুণ নাসিম শাহ এর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। যাতে অভিষেকটা ভালো হলো না এ তরুণের। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন সাইফ।
এরপর এ ইনিংসে ভালো খেলতে থাকা তামিম ফেরেন ইয়াসির শাহের লেগ বিফোর হয়ে। ফেরার আগে ৩৪ রান করেন এ ওপেনার। ফলে ৫৩ রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ।
এর আগে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ পর্যন্ত ৪৪৫ রানে গিয়ে থেমেছে। অর্থাৎ প্রথম ইনিংসে ২১২ রানের লিড পেল পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ২৩৩ রানে।
কাল তিন উইকেটে ৩৪২ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল পাকিস্তান। অর্থাৎ ১০৩ রানে পাকিস্তানের শেষ সাত উইকেট তুলে নিয়েছে বাংলাদেশি বোলাররা। রুবেল হোসেন ও আবু জায়েদ রাহি তিনটি করে উইকেট পেয়েছেন। দুই উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। একটি উইকেট গেছে ইবাদত হোসেনের ঝুঁলিতে।
এনএস/