ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুবাদের প্রশংসায় বিশ্ব তারকারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ০৮:২১, ১০ ফেব্রুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পাশ্ববর্তী দেশ ভারতকে হারিয়ে এখন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশি যুবারা। এই প্রথমবারের মতো দেশকে এনে দিয়েছে বিশ্বজয়ের স্বাদ। দারুণ আত্মবিশ্বাস দেখিয়েছে তারা। স্নায়ু চাপ জয় করে রেকর্ড চারবারের যুব বিশ্বকাপ জয়ী ভারতকে হারিয়েছে। জুনিয়র টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ  বিশ্ব ক্রিকেট তারকারা।

স্যার ভিভ রিচার্ডস টুইট করেছেন, ‘অভিনন্দন, বাংলাদেশ টাইগারস। তোমাদের এই জয় সারা বিশ্বকে অনুপ্রেরণা জোগাবে। এটা তোমাদের জন্য অপেক্ষা করা অনেক অর্জনের একটি মাত্র। প্রিয় ভারত, তোমরাও অসাধারণ খেলেছ।’

ক্রিকেট অঙ্গনের অন্যতম সেরা কোচ টম মুডি টুইটে লিখেছেন, ‘অসাধারণ মুহূর্ত। জয়টা তাদের প্রাপ্য ছিল।’ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ইয়ান বিশপও।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জেপি ডুমিনি টুইট করেছেন, ‘পচেফস্ট্রুমে অসাধারণ এক ম্যাচ দেখলাম। দারুণ এক জয় তুলে নিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। ভারতও ভালো খেলেছে। তাদের জন্য শুভকামনা। ফাইনালে এবং পুরো টুর্নামেন্টে অসাধারণ ক্রিকেটে খেলেছে বাংলাদেশ। তাদের অভিনন্দন।’ 

ইরফান পাঠান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘যুব বিশ্বকাপ জেতায় অভিনন্দন বাংলাদেশ। এমন অনেক মুহূর্ত আসুক তোমাদের। ভারতও ভালো খেলেছে।’

মুশফিক টুইট করেছেন, ‘আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ টাইগারস। খুব গর্বিত মনে হচ্ছে। অধিনায়ক আকবর আলী এবং তার দলকে অভিনন্দন।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জেতায় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্স তাদের নিজস্ব টুইটার থেকে শুভেচ্ছা জানিয়েছে। 

এছাড়া ক্রিকেট বিশ্লেষক হারশা ভোগলে টুইট করেছেন, ‘বাংলাদেশের ক্রিকেটের জন্য এই জয় বড় এক মুহূর্ত।’ মোহাম্মদ কাইফ টুইটে অধিনায়ক আকবরকে আলাদা করে প্রশংসা করেছেন, ‘৮৫ রানে ৫ উইকেট হারানোর পর আকবর আলী যেভাবে ম্যাচ বের করে নিয়েছে তা এককথায় দারুণ।’

পাকিস্তানের ক্রিকেটার কামরান আকমাল, আফগান অলরাউন্ডার গুলবাদিন নাঈব, ভারতের সাবেক স্পিনার হরভজন সিংরা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জেতায় তাদের অভিনন্দন জানিয়েছেন। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি