ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ক্রিকইনফোর একাদশেও আকবর অধিনায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২০

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হাতে আকবর আলী। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হাতে আকবর আলী। ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আকবরের টাইগার বাহিনী। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল কারিগর ছিলেন অধিনায়ক আকবর নিজেই। যার ফলে আইসিসির ঘোষিত একাদশের অধিনায়কের দায়িত্ব উঠে যুব এই টাইগারের কাঁদে। শুধু আইসিসির নয়, ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল ক্রিকইনফোর সেরা একাদশেরও অধিনায়ক আকবর। 

ক্রিকইনফোর ঘোষিত একাদশে আকবর আলীর সঙ্গে সুযোগ পেয়েছেন সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল হাসান জয়। তবে আইসিসির ঘোষিত একাদশে তিন বাংলাদেশির জায়গা হয়েছে। সেই তালিকায় অধিনায়ক আকবর আলী ছাড়াও রয়েছেন মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন।

ক্রিকইনফোর তালিকায় রানার্সআপ দল ভারতের আছেন সর্বোচ্চ তিনজন। এছাড়া দু’জন রয়েছেন আফগানিস্তান থেকে। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও কানাডার রয়েছেন একজন করে। আইসিসির একাদশেও ভারতের তিনজনের নাম রয়েছে। 

ক্রিকইনফোর বিশ্বকাপ একাদশ:
যশস্বী জয়সোয়াল (ভারত), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), অখিল কুমার (কানাডা), আকবর আলী (উইকেটরক্ষক-অধিনায়ক), ড্যান মৌসলি (ইংল্যান্ড), নাঈম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস্টিয়ান ক্লার্ক (নিউজিল্যান্ড), শফিকউল্লাহ ঘাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণুই (ভারত) ও কার্তিক ত্যাগি (ভারত)।

আইসিসির বিশ্বকাপের সেরা একাদশ:
যশস্বী জয়সওয়াল (ভারত) ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), রবীন্দু রাসান্থা (শ্রীলঙ্কা) মাহমুদুল হাসান জয় (বাংলাদেশ), শাহাদত হোসেন (বাংলাদেশ), নাইম ইয়ং (ওয়েস্ট ইন্ডিজ), আকবর আলী-অধিনায়ক (বাংলাদেশ) সফিকুল্লা ঘাফারি (আফগানিস্তান), রবি বিষ্ণোই (ভারত), কার্তিক ত্যাগী (ভারত), জেডেন সিলস (ওয়েস্ট ইন্ডিজ), আকিল কুমার-দ্বাদশ ব্যক্তি (কানাডা)

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি