ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেষ ওভারের রোমাঞ্চে হারল ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ১৩ ফেব্রুয়ারি ২০২০

শেষ ওভারে অবিশ্বাস্য জয়ের পর ম্যাচসেরা এনগিদির উল্লাস

শেষ ওভারে অবিশ্বাস্য জয়ের পর ম্যাচসেরা এনগিদির উল্লাস

জয় দিয়ে টি-টুয়েন্টি মিশন শুরু করলো দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে মাত্র ১ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো প্রোটিয়ারা। 

আজ বৃহস্পতিবার স্বাগতিকদের দেয়া ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৬ রানে থেমে যায় ইংলিশদের ইনিংস। যাতে মাত্র ১ রানে হারে মরগান বাহিনী।

এদিন ইষ্ট লন্ডনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। কোনও ব্যাটসম্যান ফিফটি না পেলেও টপ অর্ডারদের মাঝারি ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর পায় প্রোটিয়ারা। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনিংয়ে নামা টেম্বা বাভুমা। এছাড়া অধিনায়ক ডি কক ও ভ্যান ডার ডুসেনের ব্যাট থেকে আসে সমান ৩১ রান। 

জবাবে জেসন রয় (৭০) ও অধিনায়ক ইয়ন মরগানের (৫২) হাফ সেঞ্চুরিতে লড়াই করেও শেষ পর্যন্ত জয় পায়নি ইংল্যান্ড। শেষ ওভারে ৭ রানের সমীকরণ মেলাতে পারেনি ইংলিশ ব্যাটসম্যানরা। রোমাঞ্চকর ওই ওভারে ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের জয় এনে দেন ম্যাচসেরা লুঙ্গি এনগিদি। 

দুই দলের পরবর্তী ম্যাচ আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টায় অনুষ্ঠিত হবে, ডারহামে। আর সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি, সেঞ্চুরিয়নে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি