ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গেটাফেকে হারিয়ে ফের শীর্ষে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৪, ১৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ২৩:২৮, ১৫ ফেব্রুয়ারি ২০২০

গোলমুখে মেসির শট -ছবি রয়টার্স

গোলমুখে মেসির শট -ছবি রয়টার্স

লা লিগায় নিজেদের ২৫তম ম্যাচে আজ গেটাফের বিপক্ষে মাঠে নামে বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা। ন্যু-ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মেসি বাহিনী। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে ফের শীর্ষে উঠে গেল কাতালানরা। 

বার্সার হয়ে গোল দুটি এসেছে গ্রিজম্যান ও সার্জিও রবার্তোর পা থেকে। তবে দুটি গোলেরই পিছনের নায়ক সেই ক্ষুদে যাদুকর লিওনেল মেসিই। অন্যদিকে শেষ দিকে এসে একটি গোল পরিশোধ করেন গেটাফের রড্রিগেজ।

এদিন খেলার শুরু থেকে ৩২ মিনিট পর্যন্ত স্বাগতিকদের গোল বঞ্চিত করে রাখলেও এর পরেই যেন গেটাফের রক্ষণ দুর্গ ভেঙ্গে ফেলে মেসিরা। যাতে ম্যাচের ৩৩ মিনিটেই গোল পায় বার্সেলোনা। মেসির যাদুকরী ছোঁয়ায় বাড়ানো বলে দারুণভাবে গোল করেন গ্রিজম্যান। 

এর ৬ মিনিট পরেই সমর্থকদের আরেকবার আনন্দে ভাসান রবার্তো। মেসির পাস থেকে পাওয়া বল বাম দিক দিয়ে বিপজ্জনকভাবে ক্রস দেন ফিরপো। ফাতিহ অবশ্য সে বলে পা লাগাতে ব্যর্থ হন, তবে ভুল করেননি রবার্তো। ফাতিহের পিছনেই ছিলেন এই রাইট উইং। বাঁ পায়ের পার্শ্ব-স্পর্শে গেটাফে গোল রক্ষক সোরিয়াকে সহজেই বোকা বানান তিনি। ফলে ২-০ লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা।   

এদিকে, এই ম্যাচ জিতেই ফের শীর্ষস্থান ফিরে পেল বার্সা। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে রয়েছে কাতালানরা। আর সমান ম্যাচে ৪২ পয়েন্ট পাওয়া গেটাফের অবস্থান বর্তমানে তৃতীয়। অন্যদিকে, বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেও ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেল রিয়াল মাদ্রিদ। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি