ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইংলিশদের সামনে প্রোটিয়াদের রান পাহাড়!

নাজমুশ শাহাদাৎ

প্রকাশিত : ২০:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার

হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার

Ekushey Television Ltd.

প্রথম ৫ ওভারে ৬০ রান তুললেও শেষ ৫ ওভারে আসে দুই রান কম, ৫৮! উইকেট পড়ে তিনটি। তবে মাঝের ১০ ওভারে ১০৪ রান তুললেও উইকেট পড়ে সেই তিনটিই। যাতে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে ২২২ রানের পাহাড় গড়ে প্রোটিয়ারা।

দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনা ইংল্যান্ডের জন্য সংগ্রহটা চ্যালেঞ্জই বটে। আজ রোববার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস জয়ের পর বোর্ডে রান তোমার বিষয়ে অধিনায়ক কুইন্টন ডি কক যা বলেছিলেন, বিপক্ষদের উপর চাপ সৃষ্টির জন্য সেটাই করে দেখিয়েছে তার সতীর্থরা। 

অবশ্য শুরুটা করেন বাভুমা ও ডি কক নিজেই। প্রথম ৮ ওভারেই ৮৪ রান তুলে ফেলেন এই জুটি। তবে এই দুই ওপেনারকে চার বলের ব্যবধানে ফিরিয়ে পুন:রায় লড়াইয়ে ফিরেছিল ইংলিশরা। এ সময় ডি কক ২৪ বলে ৩৫ এবং টেম্বা বাভুমা সমান বল খেলে ১ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়ে ফেরেন।

তবে এরপরও খেই হারিয়ে ফেলেনি স্বাগতিকরা। হাল ধরেন হেনরিক ক্লাসেন। মারকুটে এই ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি তার দলকে পুনরজ্জীবিত করেছে যেন। ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে দেশীয় দর্শকদের সামনে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে দারুণ বিনোদিত করেন এই উইকেট কিপার ব্যাটসম্যান। নিজেকে আরেকবার প্রমাণিত করেন স্ট্রোকমাস্টার হিসাবে। 

ডুসেন (১১) দ্রুত ফিরলেও ডেভিড মিলারকে নিয়ে চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি গড়ে বড় স্কোরের ভিত গড়ে দেন ক্লাসেন। ফেরার আগে খেলেন ঠিক ২০০ স্ট্রাইকরেটে ৩৩ বলে ৬৬ রান, মারেন সমান চারটি করে চার-ছক্কা। 

শেষ দিকে মিলারের ২০ বলে ৩৫ রানের অপরাজিত ক্যামিও ইনিংসে চড়ে ৬ উইকেটে ২২২ রানে পৌঁছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ইংলিশ বোলারদের মধ্যে এদিন সফল ছিলেন স্টোকস ও কারেন। দুজনেই ২টি করে উইকেট তুলে নেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি