ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফের বিতর্কে বাংলাদেশ-পাকিস্তানের জার্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৯:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি

ছেলেদের বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলের জার্সির ডিজাইন প্রকাশিত হওয়ার পর তুমুল সমালোচনার শিকার হয়েছিল বিসিবি। পরে জার্সিতে লাল রঙ ফিরিয়ে এনে সেই বিতর্ক কিছুটা হলেও প্রশমনের চেষ্টা চালায় তারা। যদিও সেই জার্সি পরেই বিশ্বকাপ খেলে বাংলাদেশ।

আবারও বিতর্কে সেই জার্সি। তবে এবার সালমাদের জার্সি নিয়ে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঠিক একইভাবে বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের জার্সি। এবারও অভিযোগ, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সির মধ্যে এতটাই মিল যে, দুটিকে আলাদা করা কঠিন।

অস্ট্রেলিয়ার মাটিতে ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশসহ ১০টি দল। 

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি কর্তৃক যে অফিসিয়াল ফটোশুট হলো, সেখানে দেখা যায় বাংলাদেশ এবং পাকিস্তানের জার্সি প্রায় একই রকম। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটপ্রেমীরাও একই দাবি তুলছেন। শুধু তাই নয়, এ নিয়ে বিসিবির তীব্র সমালোচনাও শুরু হয়েছে নেট দুনিয়ায়।

গত বছর ইংল্যান্ড বিশ্বকাপের আগেও বাংলাদেশের জার্সি নিয়ে বিতর্ক উঠেছিল। সেবারও দাবি করা হয়েছিল, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সি এক হয়েছে। প্রথমে তৈরি করা পুরো সবুজ জার্সিটি অবিকল পাকিস্তানের জার্সির মতোই ছিল।

এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে তীব্র প্রতিবাদের সৃষ্টি হলে বিষয়টি নিয়ে মিডিয়ায় লেখালেখি হয়। শেষ পর্যন্ত নজিরবিহীনভাবে জার্সি পরিবর্তন করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তখনই যোগ করা হয় ‘বাংলাদেশ’ লেখার ব্যাকগ্রাউন্ডে সেই লাল রঙ। এবারও উঠলো জার্সি নিয়ে একই বিতর্ক।

আইসিসি তাদের টুইটার পেজে প্রকাশ করে বিশ্বকাপে অংশ নেয়া ১০টি দেশের অধিনায়কদের অফিসিয়াল ফটোশুটের ছবি। সেই প্রকাশিত ছবি থেকেই এ বিতর্কের সূত্রপাত।

ছবিগুলোই প্রমাণ দিচ্ছে, বাংলাদেশ আর পাকিস্তানের জার্সির রঙ প্রায় একই। জার্সির সামনে ‘বাংলাদেশ’ লেখার ব্যাকগ্রাউন্ডে লাল রঙ না থাকলে দুই জার্সিকে আলাদা করা কঠিন। কিন্তু কেন বারবার দুই দেশের জার্সি প্রায় একই হয়ে যাচ্ছে, দায়িত্বশীলদের কারও কাছ থেকেই তার কোনও জবাব এখনও পাওয়া যায়নি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি