ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আজ বিসিবি একাদশ-জিম্বাবুয়ে মুখোমুখি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৮ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১১:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২০

মূল লড়াইয়ের আগে বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে জিম্বাবুয়ে। তবে এ ম্যাচে টাইগারদের দলে নেই কোনো জাতীয় দলের খেলোয়াড়। 

সাভারের বিকেএসপিতে আজ মঙ্গলবার সাকলে শুরু হয় ম্যাচটি। 

অনানুষ্ঠানিক এ ম্যাচে সফরকারীদের অনুরোধ রেখেছে বাংলাদেশ। তাদের ইচ্ছানুযায়ী আগে তাদের ব্যাট করার সুযোগ দেয়া হয়েছে। দুইদিনের ম্যাচটিতে মূলত ব্যাটসম্যান ও বোলারদের পরখ করে নেয়াই থাকবে দুই দলের মূল লক্ষ্য।

এ লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়কসহ ছয় তরুণকে রাখা হয়েছে এ ম্যাচে। যুব বিশ্বকাপের শিরোপাজয়ী অধিনায়ক আকবর আলির সঙ্গে ঘোষিত এ দলে ডাক পাওয়া বাকি পাঁচ যুবা ক্রিকেটার হলেন- পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।

এছাড়া, ঘোষিত দলের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ নাইম শেখ, আল-আমিন জুনিয়র, মুকিদুল ইসলামরাও। 

এই দু’দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আগামী ২২-২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’দলের মধ্যকার একমাত্র টেস্ট। হোম অব ক্রিকেট মিরপুরে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি