ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লরিয়াস স্পোর্টসম্যান পুরস্কার পেলেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২০

বর্ষসেরা পুরস্কারে ভূষিত হলেন তারকা ফুটবলার লিওনেল মেসি। পুরুষ বিভাগে ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টনের সঙ্গে যৌথভাবে এবারের লরিয়াস স্পোর্টসম্যান পুরস্কার জিতেছেন তিনি। ২০১৯ সালে নিজ নিজ খেলায় অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে এ পুরস্কার জিতলেন তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি পেয়েছেন মার্কিন জিমন্যাস্ট সিমন বিলিস। এ নিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলেন ২২ বছর বয়সী বিলিস। নারী অ্যাথলেটদের মধ্যে টানা তৃতীয়বার এ পুরস্কার জিতলেন জিমন্যাস্ট সিমোনে বাইলস।

৩৫ বছর বয়সী হ্যামিল্টনের জন্য এটা ষষ্ঠ এবং ৩২ বছর বয়সী মেসির দশম শিরোপা এটি। কুড়ি বছরের ইতিহাসে পুরস্কারটি জেতা প্রথম ফুটবলার হলেন মেসি। 

এ ব্যাপারে আর্জেন্টাইন এই তারকা এক ভিডিও বার্তায় বলেন, ‘দলীয় খেলা থেকে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিততে পেরে আমি সম্মানিত।’

গতকাল রাতে হাউস্টনের আলো ঝলমল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইলস ও হ্যামিল্টন। মাঠের ব্যস্ততার কারণে যেতে পারেননি বার্সেলোনা তারকা মেসি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি