ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লিভারপুলের জয়রথ থামালো অ্যাতলেটিকো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২০

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে জিতে পরের ধাপে ওঠার পথে এগিয়ে গেছে দিয়েগো সিমেওনের দল। গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুলকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মঙ্গলবার দিবাগত রাতে ইয়ুর্গেন ক্লপের দলটিকে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপোলিতানোতে আতিথেয়তা দেয় অ্যাতলেটিকো। ম্যাচের শুরু থেকে লিভারপুল বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও আক্রমণভাগে তাদের পারফরম্যান্স ছিল হতাশাজনক। 

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সাউল নিগুয়েজ। অপরদিকে একের পর এক আক্রমণ চালালেও দিয়েগো সিমিওনের দলের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারেনি লিভারপুল। 

দ্বিতীয়ার্ধে গোল শোধে আপ্রাণ চেষ্টা চালানো লিভারপুল ভালো দুটি সুযোগ পায়। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি মোহামেদ সালাহ ও অধিনায়ক জর্ডান হেন্ডারসন। ম্যাচের ৫৩তম মিনিটে সালাহর লক্ষ্যভ্রষ্ট হেডের পর ৭৩তম মিনিটে পোস্টে লক্ষ্যভ্রষ্ট শট নেন হেন্ডারসন।

তবে শেষ আটে যেতে হলে ১১ মার্চের ফিরতি লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ২-০ ব্যবধানে জিততে হবে লিভারপুলকে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি